ছবি প্রদর্শ-শালা ।। চিত্রশিল্প ।। দেবাশীষ সাহা
১৯৭১ সালের শুভক্ষণে জন্ম গ্ৰহণ করেন আমাদের প্রিয় চিত্রশিল্পী দেবাশীষ সাহা। তিলোত্তমা কলকাতা মহানগরীর নাকতলাতে বসবাসকারী এই মানুষটা সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয়, তা হলো তাঁর সরলতার কথা। অত্যন্ত সহজ সরল এই মানুষটা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেই পছন্দ করেন বেশি। শিল্পকলার কাজ করতে করতে কখন যে ভোর হয়ে যায় খেয়াল থাকে না। এমনও হয়, ভোর সাড়ে চারটাতে ঘুমোতে গেলেন তিনি।
তিনি মূলত চিত্রশিল্পী হলেও এবং বিভিন্ন সময়ে ছবি প্রদর্শনী করলেও সেটাকে পেশাগতভাবে রাখেননি। এটা তাঁর নেশা। পেশা হিসেবে তিনি বেছে নিয়েছেন প্রচ্ছদ নির্মাণের কাজকে। যা অন্য মাত্রার আরেক শিল্প। চিত্রশিল্পেরই ঘনিষ্ঠ আত্মীয়। ফলে প্রচ্ছদ শিল্পকেও অনায়াসে তিনি অন্য একটা মাত্রা দান করতে সক্ষম হয়েছেন। তাঁর নির্মিত প্রচ্ছদ দেখলে অবাক না হয়ে পারা যায় না। বিখ্যাত অবিখ্যাত বহু কবি লেখকদের সব বইয়ের সৌন্দর্য বর্ধন করে রয়েছে তাঁর অসামান্য সব কাজ। এবার তাঁরই কিছু অসামান্য লাইন ড্রইং তুলে ধরা হলো আপনাদের জন্য।
উত্তম মাহাত, সম্পাদক
Bah
উত্তরমুছুন