কবিতা, অঙ্কন রায়
শৈশবে ফিরে যেতে চাই
অঙ্কন রায়
এখন মধ্যদিন, জানলায় একা বসে ভাবি
আর তো কিছুটা পরে বাগান ঢাকবে মেঘছায়া
আঁধার নামার মুখে পাখিরা কুলায় ফিরে গেলে
আমার বিজন ঘরে তখনও থাকবে ঘিরে মায়া?
হঠাৎ উজান স্রোতে ভেসে যাই মনতরী বেয়ে
ফিরে পেতে ভালো লাগে অনাবিল সেই শৈশব
যখন সকালবেলা সূর্যের আলো মেখে গায়ে
প্রাণের বাগানে ঘুরে গান গাই যত সই, সব।
সেই সব দিনগুলো কোথায় যে হারিয়ে ফেলেছি
যখন স্বপ্নে পাওয়া পাহাড়ের চূড়া করি জয়
এখন মধ্যদিনে ছোটবেলা তাড়া ক'রে আসে
সাঁঝবাতি জ্বললেও মনে থাকে আঁধারের ভয়।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন