গদ্য, ময়ূখ দত্ত
ডাইরীর ছেঁড়া পাতা
ময়ূখ দত্ত
তেল ও গ্যাস প্রোজেক্টে কাজ করি, তাই প্রতি পদে তেল বা গ্যাস লিক হয়ে দূর্ঘটনা ঘটলে যে বিরাট রিস্ক থাকে, সেসব নিয়ে প্রতিনিয়ত সতর্ক থাকতে হয়। অনেক সতর্কতার মধ্যে একটা খুব সাধারণ ব্যাপার হল - যেখানেই কন্সট্র্যাকশন এর রিস্ক আছে (যেমন ধরা যাক কোনো ফাউন্ডেশন করার জন্য মাটি খুঁড়ে রাখা হয়েছে, লোকের পড়ে যাওয়ার ভয় আছে বা মাটি ধ্বসে যাওয়ার ভয় আছে..) সে জায়গা গুলো লাল-সাদা টেপ / দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়, যাতে সবাই বুঝতে পারে এটা বিপজ্জনক জায়গা, সাবধানে চলাফেরা করতে হবে...
আজ সাইটে কাজের তদারকিতে ঘুরে বেড়াচ্ছিলাম, কিছু শ্রমিক বস্তা ভর্তি বালি কাঁধে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিল। হঠাৎ প্রচন্ড চ্যাঁচামেচি শুনলাম - একটা বাচ্চা সাপ নাকি কোনো একটা বালির বস্তার ভেতরে ঠান্ডায় আরাম করে ঘুমাচ্ছিল, শ্রমিকদের কাজের জন্য বাইরে বেরিয়ে এসেছে!!....তারপরে আমাদের সেফটি অফিসার এসে ওই বালির বস্তার স্তুপটার চারদিক লাল-সাদা টেপ দিয়ে ঘিরে দিল। আমি জিজ্ঞাসা করলাম "এইভাবে বালির বস্তার স্তুপ একটা টেপ দিয়ে ঘিরে দেওয়ার মানে কি?
"না, মানে ওই বাচ্চা সাপটা সবার চ্যাঁচামেচিতে ভয় পেয়ে কোথায় যে চলে গেল কে জানে, ওর মা বা বাবাটা নিশ্চই কাছাকাছিই আছে, বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে এখানেই আসবে, রিস্ক আছে, তাই ঘিরে দিলাম জায়গাটা...যাতে সবাই সাবধানে চলাফেরা করে.."
বেহূলা-লখিন্দরের গল্পটা মনে পড়ে গেল, বলতে গিয়েও থমকে গেলাম, মুখে বললাম "জায়গাটা একটা দড়ি (টেপ) দিয়ে ঘিরে রেখে সাপের হাত থেকে বাঁচা যাবে?"
অফিসে ফিরতে ফিরতে আরো একটা কথা মাথায় ঘুরঘুর করছিল যে, এক মা বা বাবা তার সন্তানকে খুঁজতে আসবে, সেটাও একটা রিস্ক!! - সত্যিই কি তাই? মানতে মন চায় না...
মূল পাতায় যান

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন