কবিতা, দেবাশীষ সরখেল




ওগো ছায়াময়


দেবাশীষ সরখেল


মন্দিরে হবে আরতি

ধূপ ধুনো আর কি ।

নীরবতার ভেতর বাজে

ঠাকুর মহিমা।

তাকিয়ে তাকিয়ে দেখো ।


এখানেও পরিত্রাণ নেই

চুরি হয় নির্জনতা

একদিন জনগর্জন

আলোক ময়তার কথা বলে

অনেক অনেক পথ পেরিয়ে আলো শ্রীজ্ঞান দীপঙ্কর

অনেক খননের পর জল

শীতলতা ।

ছায়া ছায়াময় গাছ

একদিন নাকি ছায়া হাসতো

অকারণে হত বজ্রপাত

এখানে বাতাস ,নিশুতি

বাঁধগাভা

তোমাকে চাইছে ছায়াময় ।

অদৃশ্য ছায়াময়

হয়তো বা বসে আছে              

                    নিজের ছায়ায় ।






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। নাচনী শিল্পীদের আলোক-চিত্র ।। সন্দীপ কুমার