কবিতা, দেবযানী ঘোষাল




জীবন্ত জীবাষ্ম


দেবযানী ঘোষাল


আমার অপ্রত্যাশিত কৌতুহলী মনটা আজ জীবন্ত জীবাষ্ম।

ইচ্ছে হলেও খুলে দেখি না হৃদয়ের প্রকোষ্ঠদের কপাট যন্ত্রনায় রক্তাক্ত হব বলে।

শুধু এক আকাশ নীলাভ ধুলিকনাকে প্রশ্রয় দিই

কবে স্নাত হব সেদিনকার প্রভাতী রোদের স্বর্ণ প্রভায়।

কবে ভিজবো শ্রাবন ধারায় চাতকের মত অহরহ।।

কবে মাখবো সেদিনের মত বৈকালিক অস্তরাগের বিদায়ী রোদের পরশে।

কবে ভিজবো ভরা পূর্ণিমার রূপোলী জোছনাতে






মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। নাচনী শিল্পীদের আলোক-চিত্র ।। সন্দীপ কুমার