ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। পলাশ রঞ্জন ঘোষ
দ্বিতীয় বর্ষ ।। পঞ্চম ওয়েব সংস্করণ ।। ৬ আষাঢ় ১৪২৮ ।। ২১ জুন ২০২১
_____________________________________________
প্রখ্যাত আলোকচিত্রী পলাশ রঞ্জন ঘোষের জন্ম ১৯৭২ সালে পুরুলিয়া শহরে। ঋষি অরবিন্দ ও পুরুলিয়া জেলা স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। খুব কম বয়স থেকেই ছবি আঁকার প্রতি অটুট নেশা। পুরুলিয়া জে.কে.কলেজ থেকে জীব বিজ্ঞান নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি যখন এগারো ক্লাসে, তাঁর বাবা তাঁর হাতে ক্যামেরা( Zenith 12 xp , সেট ছিল SLR অ্যানালগ ক্যামেরা) তুলে দেন। তাতে ফিল্ম রোল ভরে ছবি তুলতে হতো। সেই ক্যামেরা নিয়ে তিনি তাঁর বাবার সঙ্গে সোজা চলে যান প্রথম ফটোগ্রাফির শিক্ষাগুরু, বিখ্যাত ফটোগ্রাফার শ্রদ্ধেয় সুবধ মুখার্জী মহাশয়ের কাছে। তিনিই বেসিক কিছু সেটিংস বুঝিয়ে দেন, একটি রোল ভরে দিয়ে বলেন "ছবি তুলে নিয়ে এক সপ্তাহ বাদে দেখা"। এ ভাবেই শুরু হয় পথ চলা। পরবর্তী কালে পুরুলিয়ার কয়েকজন বিখ্যাত ফটোগ্রাফারের সান্নিধ্য পান তিনি। তাঁদের মুল্যবান পরামর্শে ক্রমশ নিজের দক্ষতাকে উন্নত করার চেষ্টা করেন। পেশায় স্কুল শিক্ষক এই আলোকচিত্র শিল্পী অবসর সময় পেলেই নিজের বাইক আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন কাছে দূরের বিভিন্ন গ্রামের উদ্দেশ্যে। উদ্দেশ্য একটাই, গ্রাম্য জীবনকে ক্যামেরা বন্দী করা। এই পথ চলার মাঝেই তিনি ২০১৬ সালে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ পুরস্কার পান। ২০১৯ সালে গুজরাত ললিত কলা অ্যাকাদেমির বিশেষ পুরস্কার লাভ করেন। এছাড়াও তাঁর ঝুলিতে আছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ৭ টি পুরস্কার ও ১৮০ টি অ্যাক্সেপটেন্স।
উত্তম মাহাত, সম্পাদক
আলোকচিত্রী শুভাশিস গুহ নিয়োগী মহাশয়ের কাছে আমরা কৃতজ্ঞ
ওঁনার আলোকচিত্র প্রদর্শনী-শালা ঘুরে আসতে
সম্পাদক : উত্তম মাহাত
সহায়তায় : অনিকেতের বন্ধুরা
যোগাযোগ : হোয়াটসঅ্যাপ - ৯৯৩২৫০৫৭৮০
ইমেইল - uttamklp@gmail.com
Khub sundar protyekti chhabi e. Jadi chhabir niche Chhabir Ghatana / Galpo ta lekha thakto tahole amra ar ektu jantey partam chhabir bishay a.
উত্তরমুছুনদুর্গা বিসর্জনের ছবিটি সম্ভবত বিলতোড়া গ্রামের। প্রতিটি ছবি অনবদ্য হয়েছে।
উত্তরমুছুন