ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। প্রদীপ্ত চ্যাটার্জী
দ্বিতীয় বর্ষ ।। সপ্তম ওয়েব সংস্করণ ।। ২ শ্রাবণ ১৪২৮ ।। ১৯ জুলাই ২০২১
_____________________________________________
আলোকচিত্র শিল্পী প্রদীপ্ত চ্যাটার্জী ১৯৮২ সালের ২২ জুন পুরুলিয়া জেলার ঝালদা শহরের অদূরে কুকি গ্রামের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন।প্রাথমিক শিক্ষা গ্রামের স্কুল থেকে, মাধ্যমিক ঝালদা শহরের সত্যভামা বিদ্যাপীঠ থেকে । পরবর্তী সময়ে রাঁচির মারওয়ারি কলেজ থেকে বাণিজ্য বিভাগে কলেজের শিক্ষা সমাপ্ত করেন ।
ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গা পরিভ্রমণ করা ও ছবি তোলার দিকে অদম্য আগ্রহ ছিল তাঁর। তাই, দাদার কিনে দেওয়া কোডাক ক্যামেরা দিয়ে ছবি তোলা শুরু করেন প্রথম। পরে নিজে কেনা SONY CYBER SHOT 7.2Megapixel আর মোবাইল REDMI NOTE 7 PRO দিয়ে ছবি তোলেন তিনি। গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন যাত্রার ছবি তুলতে ভালবাসেন তিনি । বর্তমানে গ্রাম পঞ্চায়েতে কর্মরত। এই কাজের সুবাদে বিভিন্ন গ্ৰামে ঘুরতে হয় তাঁকে। মেলামেশা করতে হয় খেটেখাওয়া দিনমজুর, প্রান্তিক চাষী এবং ভূমিহীন পরিবারের লোকজনের সঙ্গে। সেইসব সাধারণ মানুষের দৈনন্দিন ঘটনা পরম্পরায় ছবি তোলার বিষয় হয়ে ওঠে ওঁনার।
উত্তম মাহাত, সম্পাদক



















Good picture . Go on
উত্তরমুছুনভালো..
উত্তরমুছুনচমৎকার সব ছবি। শিল্পীকে শুভেচ্ছা। ভালোবাসা।
উত্তরমুছুনখুব ভালো লাগলো...
উত্তরমুছুনদারুণ হয়েছে ।
উত্তরমুছুন