ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সুদিন অধিকারী
দ্বিতীয় বর্ষ ।। একাদশ ওয়েব সংস্করণ ।। ২৭ ভাদ্র ১৪২৮ ।। ১৩ সেপ্টেম্বর ২০২১
____________________________________________
আশির দশক ও নব্বই-এর দশকে মানভূম কবিতা আবৃত্তির জনপ্রিয় শিল্পী সুদিন অধিকারী। আঞ্চলিক ভাষায় তাঁর কবিতা আবৃত্তি জেলা থেকে কলকাতা শহরের শিল্পরসিক মানুষজনের কাছে সমাদৃত হয়। পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় রচিত একটি শ্রুতি নাটক 'বাতাসি'-র ক্যাসেট বার হওয়ার পর জেলা এবং জেলার বাইরে ঝাড়খন্ড ও বিহার রাজ্যের বিস্তৃত অঞ্চলের মানুষের মন কাড়ে সেই 'বাতাসি' শ্রুতি নাটক। সেই সাথে সাথে চলে নাট্যচর্চা। বেশকিছু চলচ্চিত্র ও ছোটপর্দায় প্রখ্যাত শিল্পীদের সঙ্গে অভিনয় করেন তিনি। ১৯৯২ সালে হাতে আসে ভিডিও ক্যামেরা। কাজ শুরু করেন জী বাংলা ও সিগনাস চ্যানেলের হয়ে সাংবাদিকতার। ভিডিও ফটোগ্রাফার হিসেবে।
ছেলেবেলা থেকেই স্টিল ক্যামেরার নেশা ছিল। গৃহশিক্ষকতা করে আসা উপার্জনের একাংশ বাঁচিয়ে কিনে ফেলেন আগফা-২০০। তা দিয়ে পারিবারিক ছবি সহ যখন যা মন চায়- সেইসব ছবি তুলে বেড়ান।
শিশুদের স্কুল 'বাবলিং বাডস' পরিচালনা ছাড়াও সেই স্কুলের কচিকাঁচা শিল্পীদের দিয়ে জনপ্রিয় নাটক পরিচালনা করেন তিনি। বেশ কয়েকবার অর্জন করেন রাজ্য, পূর্বাঞ্চল এবং জাতীয় স্তরের সম্মান ও পুরস্কার। ভারত সরকারের নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় প্রত্যন্ত গ্রামে গঞ্জে মানুষের সচেতনতা বৃদ্ধিতে প্রচারমূলক নাটক করেও কুড়োন অভূতপূর্ব সম্মান। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন আমন্ত্রণমূলক অনুষ্ঠানে এবং সেই দেশের দূরদর্শনে আবৃত্তি ও শ্রুতি নাটক পরিবেশন করেন এবং শ্রোতাদের মন জয় করেন। একজন নাট্য কর্মী হিসেবে সম্প্রতি ২০১৭ সালে পুরস্কার পান আর প্লাস চ্যানেলের "তোমাকে সেলাম"।
এতসব কর্মকান্ডের সাথে সাথে স্টিল ক্যামেরাও সঙ্গে থাকে সুদিনবাবুর। তবে তাঁর নিজের কথায়- ফটোগ্রাফার হিসেবে স্বীকৃতি তিনি চান না। ছবি তোলা নেহাতই ইচ্ছার তাগিদে ,ভালোলাগার আকর্ষণে ও খেয়াল খুশির মেজাজে। জেলার বিভিন্ন গ্রামের মানুষের জীবন ও সংস্কৃতি তাঁর ক্যামেরায় যেমন ধরা পড়ে তেমনি সিকিম বেনারাস কাশ্মীর প্রভৃতি অঞ্চলের ছবি অনায়াসে বন্দী হয় তাঁর ক্যামেরায়। এবারের প্রকাশনায় একজন সেই না ফটোগ্রাফারের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরা হলো।
উত্তম মাহাত, সম্পাদক
শুভাশিস গুহ নিয়োগী মহাশয়ের কাছে আমরা কৃতজ্ঞ। ওঁনার ঐকান্তিক প্রচেষ্টাতে আমাদের এই বিভাগ সাবলীল গতি লাভ করে।
শুভাশিস গুহ নিয়োগী মহাশয়েরছবি প্রদর্শ-শালা দেখুন
সুদিন দা অত্যন্ত গুনী মানুষ। ভীষণ পজিটিভ মানুষ। সকলেরই সম্মানের, ভালোবাসা মানুষ। শুভ হোক।
উত্তরমুছুন