ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।।উজ্জ্বল কুমার দাস

দ্বিতীয় বর্ষ ।। ত্রয়োদশ ওয়েব সংস্করণ ।। ২৪ আশ্বিন ১৪২৮ ।। ১১ অক্টোবর ২০২১
____________________________________________



বছর ছত্রিশের উজ্জ্বল কুমার দাস পেশায় একজন নিষ্ঠাবান শিক্ষক। স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি অপার স্নেহ তাঁর। সন্তান স্নেহে ভালোবাসেন তাদের। সেই পেশার সাথে সাথে আলোকচিত্র শিল্পকে নিজের নেশা হিসেবে গ্ৰহণ করে নিয়েছেন তিনি। দীর্ঘ পনেরো বছর ধরে তিনি আলোকচিত্র শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। বিশেষ করে পুরুলিয়ার প্রকৃতির নানা রূপ, সংস্কৃতি, ঐতিহ্য এবং এখানকার মানুষের জীবনযাত্রার নানান দিক ফুটে ওঠে ওঁর আলোকচিত্রে। তিনি এইসব ছবি তোলার জন্য এন্ট্রি লেভেল ক্রপ সেন্সর ক্যামেরা এবং বিভিন্ন ধরনের লেন্স ব্যবহার করে থাকেন যেমন বেশিক, ওয়াইড এবং পোর্ট্রেট লেন্স। পুরুলিয়া সাংস্কৃতিক এবং ঐতিহ্যের দিক দিয়ে খুবই সমৃদ্ধ। সেগুলোকে পড়া, বোঝা এবং আলোকচিত্রে নিপুণ হাতে ধরে ফেলার মধ্যে অপার আনন্দ পান তিনি। তাই এগুলোকে আরও কাছ থেকে দেখা এবং অনুভব করার জন্য পুরুলিয়ার প্রত্যন্ত গ্ৰামাঞ্চলে ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন তিনি। তিনি প্রকৃতি প্রেমিক। এটা তারই প্রমাণ যে ওঁর প্রকৃতির ছবিতে পাথর ও সবুজের উপস্থিতি একটা বিশাল অংশ জুড়ে রয়েছে এবং এগুলো একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। তিনি এইচ. আই. পি.এ.(HIPA) প্রতিযোগিতায়(জল) চতুর্থ স্তর পর্যন্ত উত্তীর্ণ হয়েছেন। এছাড়াও তিনি আরও অনেক আলোকচিত্র প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন। তিনি রঘু রায়, স্টিভ ম্যাক কারি, এমি ভিতালি, সেবাস্টিও সালগাদো, বরুণ আদিত্য, এঞ্জেল এডামস, সুধীর শিবরাম, সন্তোষ রাজগড়িয়া, মহাদেও লাল বড়াই, স্বরূপ দত্ত এবং বিকি রায়ের মতো প্রতিভাশালী সুখ্যাত আলোকচিত্র শিল্পীদের শ্রদ্ধার চোখে দেখেন এবং আদর্শ মানেন।



















































সম্পাদক : উত্তম মাহাত
সহায়তা : অনিকেতের বন্ধুরা
যোগাযোগ : হোয়াটসঅ্যাপ - ৯৯৩২৫০৫৭৮০
ইমেইল - uttamklp@gmail.com




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪