ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। অভিজিৎ মাজী
পুরুলিয়া জেলার বরাবাজার থানার অন্তর্গত ভাগাবাঁধ গ্ৰামে ১৯৮২ সালের ১ লা মে জন্মগ্ৰহণ করেন আলোকচিত্রী অভিজিৎ মাজী। পেশায় শিক্ষক এই আলোকচিত্র শিল্পীর ছোটবেলা কাটে গ্ৰামের অত্যন্ত সহজ সরল পরিবেশে বেড়ে ওঠা আর পাঁচটা ছেলের মতোই। ফলে তখন থেকেই গ্ৰামের পরিবেশের সাথে একটা মেল বন্ধন গড়ে ওঠে তাঁর। সামান্য বিষয়গুলোর মধ্যে খুঁজে পান বিশেষ গভীরতা।
হাইস্কুলের গন্ডি পেরিয়ে যখন উচ্চ শিক্ষার জন্য শহরে পাড়ি দেন তখনও ফটোগ্ৰাফির দিকে খুব একটা ঝোঁক ছিল না তাঁর। বরং সে সময় কবিতা লেখার প্রতি বিশেষ অনুরাগ লক্ষ্য করা যায়। সেই কবিতা লেখার সূত্র ধরেই অনিকেত গোষ্ঠীর সঙ্গে আলাপ হয় তাঁর।
এম এ( ইংলিশ ), বি এড করার পর শিক্ষকতার কাজে যুক্ত হয়ে পড়েন তিনি। তবে এই সময় ফোটোগ্ৰাফির নেশা পেয়ে বসে তাঁকে। যখনই সুযোগ পান তখনই পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে খুঁজে আনেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা ভূমিরূপের সন্ধান। বিশেষ করে অযোধ্যা পাহাড়ের গজাবেড়াকে (গোর্গাবুরু) কেন্দ্র করে ফটোগ্রাফির যে সিরিজ রয়েছে তা সকলেরই মন কাড়ে। পেশা নয় কেবল নেশার তাড়নায় তাঁর এই কাজ মন কাড়ে আমাদের। তিনি সারা বছরের নানা ঋতুতে নানা জায়গা থেকে গজাবেড়াকে দেখতে ঠিক কেমন লাগে তার অপরূপ চিত্র তুলে ধরেছেন এই সিরিজে। তাঁর সেই আকর্ষণীয় আলোকচিত্র সিরিজের একগুচ্ছ ছবি অরন্ধনের পাঠককুলের সম্মুখে উপস্থিত করতে পেরে আমরা আনন্দিত। এযাবৎকাল পর্যন্ত লোকচক্ষুর আড়ালে থাকা যে সৌন্দর্য আলোকচিত্র শিল্পী নিখুঁত ভাবে তুলে এনেছেন এই সিরিজের মাধ্যমে তাতে করে এই অঞ্চল যে আর দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকবে না সে বিষয়ে নিশ্চিত আমরা।
উত্তম মাহাত, সম্পাদক






























অসাধারণ।গোর্গাবুরু কে নানা রুপে দেখলাম। ভাবনা টা ভারী সুন্দর।
উত্তরমুছুনএ যেন চিত্রলেখা, ভাষা বিন্যাসে কোনো খামতি নেই
উত্তরমুছুন