ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। অভিষেক মাহাতো
১৯৯০ সালের ১৪ নভেম্বর জন্মগ্ৰহণ করেন আলোকচিত্র শিল্পী অভিষেক মাহাতো। পিতার নাম নেপাল চন্দ্র মাহাতো। একাদশ শ্রেণীতে পড়ার সময় ছোট্ট একটা পুরনো কেনা নোকিয়া ফোন দিয়ে শুরু হয় ছবি তোলা। নিজের এক অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে ছবি তুলতে বেরোতেন সে সময়। সেই থেকেই ছবি তোলার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। যা শেষ পর্যন্ত তাঁকে আলোকচিত্র শিল্পী হয়ে উঠতে সাহায্য করে। তারপর সেই বন্ধু যখন একটা ক্যামেরা কেনে তখন সপ্তাহে দু'দিন ওর কাছ থেকে ক্যামেরা ধার নিতেন ছবি তোলার জন্য। সপ্তাহের ওই বিশেষ দু'দিন ঘরে পাওয়া যেত না তাঁকে। তারপর ২০১৪ সালে নিজের জমানো টাকা দিয়ে একটা ডিএসএলআর ক্যামেরা কেনেন। তখন ওনার বাড়ির লোক সেটাকে টাকা নষ্ট করা ছাড়া আর কিছু ভাবেননি। তাই, সে বিষয়টা নিয়ে বাড়ির লোক এবং আত্মীয়দের মধ্যে একটা বলাবলি হতেই লাগলো এবং আলোকচিত্র শিল্পীরও আলোকচিত্র তোলার কাজ চলতে থাকলো সমান্তরালভাবে। এরপর বেশ কয়েক বছর পর যখন লোকজনের মুখে ওর ছবি তোলার প্রশংসা শুনতে লাগলেন বাড়ির লোকজন তখন থেকেই সেই বলাকওয়া ধীরে ধীরে কমতে লাগলো। সেই থেকেই আলোকচিত্র শিল্পের সঙ্গে সাবলীলভাবে পথ চলা শুরু হল এই শিল্পীর। যা এখনো সুন্দরভাবে এগিয়ে চলেছে। বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন প্রতিযোগিতাতে ছবি দেওয়ার জন্য বললেও আলোকচিত্র শিল্পী অভিষেক মাহাতো সেই পথে কখনো পা বাড়াননি। ছবি তুলতে ভালোবাসেন তাই ছবির সঙ্গে সহবাস করায় লক্ষ্য এই আলোকচিত্র শিল্পীর।
উত্তম মাহাত, সম্পাদক
আলোকচিত্র শিল্পী শুভাশিস গুহ নিয়োগী মহাশয়ের কাছে আমরা কৃতজ্ঞ। ওনার আলোকচিত্র প্রদর্শনী দেখুন ছবি প্রদর্শ-শালা, শুভাশিস গুহ নিয়োগী
অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন অভিষেক। খুব খুশি হয়েছি।পেঁড়া খাইয়ে দিও।❤️
উত্তরমুছুনএকদম খাওয়াবো
মুছুনজাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা
উত্তরমুছুনধন্যবাদ দাদা
মুছুনVery Nice Captures Abhisekh. Go on discovering.
উত্তরমুছুনThank you so much
মুছুনখুব সুন্দর সব ছবির কালেকশন। আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা।
উত্তরমুছুনখুব ভালো ভাই আমদের আসামে আসো ঘুরতে বহুত ফটো তুলতে পারব
উত্তরমুছুনযাবো তাহলে একদিন
মুছুন