ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সুমিত সরকার
পশ্চিমবঙ্গের বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ এবং বিচিত্র জনজাতিতে পরিপূর্ণ পুরুলিয়া জেলার সদর শহরে ১৯৮৩ সালে জন্মগ্রহন করেন সুনিপুণ আলোকচিত্র শিল্পী সুমিত সরকার। ছাত্রজীবন থেকেই ছবি আঁকার প্রতি অটুট টান ছিল এই শিল্পীর। কিন্তু পড়াশোনার চাপ ও পারিপার্শ্বিক বিভিন্ন কারণে তা আর বেশিদূর এগোয়নি। অচিরেই নিভে যায় সেই আলোকবর্তিকা। পড়াশোনার সেইসব পাঠ চুকে গেলে, শিক্ষকতার পেশায় যুক্ত হন তিনি। তারপর হঠাৎ করেই দেখা যায় ছবি তোলার প্রতি ঝোঁক। আর, এতে ইন্ধন যোগায় বেশ কয়েকজন বন্ধু-আলোকচিত্রীর সঙ্গ।
পুরুলিয়া জেলার প্রথম সারির বিখ্যাত আলোকচিত্রীদের তোলা ছবিও অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাঁর। যার থেকে পথ চলা শুরু। অন্যদিকে পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দৰ্য্য, গ্রামীণ মানুষের জীবনযাত্রা, সাংস্কৃতিক ঐতিহ্য, বিভিন্ন ধর্মীয় আচার এগুলোও বারবার টেনে নিয়ে যায় গ্রাম থেকে গ্রামান্তরে। যার প্রতিফলন ঘটতে থাকে আলোকচিত্র শিল্পীর প্রতিটা কাজের মধ্যে।
আলোকচিত্র শিল্পী হিসেবে পথ চলতে গিয়ে ২০১৭ সালে উত্তরবঙ্গের নর্দার্ন ফটোগ্রাফিক সোসাইটি থেকে আয়োজিত অনলাইন ছবি প্রদর্শনীতে তৃতীয় স্থান অধিকার করেন তিনি। তবে পুরস্কার লাভকে তিনি মূল লক্ষ্য মনে করেন না। তিনি মনে করেন একটা সফল আলোকচিত্র তুলতে পারার মধ্যে যে আনন্দ পাওয়া যায় তা পুরস্কারের থেকে কোন অংশেই কম নয়।
গত কয়েক বছরের মধ্যে মানুষের কাছ থেকে তিনি এবং তাঁর তোলা ছবি যে ভালোবাসা পেয়েছে তা কোন অংশেই কম নয়। তার থেকেই রসদ সংগ্রহ করে আগামী দিনে পথ চলতে চান তিনি।
উত্তম মাহাত, সম্পাদক
আলোকচিত্র শিল্পী শুভাশিস গুহ নিয়োগী মহাশয়ের কাছে আমরা কৃতজ্ঞ। ওনার আলোকচিত্র প্রদর্শনী দেখতে পারেন এখানে----ছবি প্রদর্শ-শালা, শুভাশিস গুহ নিয়োগী
অপূর্ব সব ছবি। জীবনকে রঙের আঙ্গিকে তুলে ধরার চেষ্টা সহজ ভাবে। অহেতুক জটিলতার সন্ধান নেই। ভালো লাগলো।
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনReflection specialist ❤❤❤❤❤❤❤️❤️❤️❤️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
উত্তরমুছুনজাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা জাগা
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤