ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। হরেকৃষ্ণ কর্মকার

হরেকৃষ্ণ কর্মকার (কৃষ ক্রস ) ১৯৮৪ সালের 
 ৫ সেপ্টেম্বর পুরুলিয়ার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ও পুরুলিয়া জেলা স্কুল থেকে পড়াশোনা করার পর পুরুলিয়া পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করে পড়াশোনা শেষ করেন ও কর্মজীবনে প্রবেশ করেন। ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কোম্পানিতে ফাইবার মেইনটেনেন্সের কাজ করেন দীর্ঘদিন। বর্তমানে স্কুল শিক্ষক। শিক্ষক দিবসে জন্ম, তাই হয়তো ইঞ্জিনিয়ারিং পড়েও শিক্ষকতা করা। 
            বর্তমানে তিনি বাঘমুন্ডিতে শিক্ষকতার কাজে যুক্ত রয়েছেন। উভয় কর্মসুত্রেই তিনি পুরুলিয়ার প্রতন্ত্য এলাকার সঙ্গে যুক্ত থেকেছেন, অনুভব  করেছেন কাছ থেকে। চিরাচরিত অযোধ্যা হিলটপ এবং সংলগ্ন এলাকা বাদেও, খয়রাবেড়া, মুরগুমা এবং পুরুলিয়ার অন্যান্য এলাকার অসীম রুপ লাবণ্যে মুগ্ধ হয়েছেন। তারপর তিনি সিদ্ধান্ত নেন, না দেখা পুরুলিয়াকে সবার কাছে তুলে ধরবেন। আর্কুট-এর যুগ শেষ, ফেসবুক তখন জনপ্রিয় হয়ে উঠছে, আর এখানে ফটোও পোস্ট করা যায় অনায়াসে, তাও আবার পাবলিকলি। তাই ফেসবুককেই প্রকাশ মাধ্যম হিসেবে বেছে নিয়ে 'পুরুলিয়া রুক্ষা মাটির দেশ' বলে একটা গ্রুপ ও 'পুরুলিয়া 'স ফটোগ্রাফার ' নামে একটা পেজ বানিয়ে সেগুলোর মাধ্যমে পুরুলিয়াকে তুলে ধরার চেষ্টা করতে লাগলেন। এই কাজে সাথে পেলেন, পল্লব মণ্ডল, কৃত্তিবাস হেম্ব্রম, সুদীপ পাত্র প্রভৃতিকে। তিনি "কৃষ ক্রস" নামেই ছবি পোস্ট করতেন তখন। যখন তিনি ফাইবার মেইনটেইনন্সের কাজ করতেন, তখন "কৃষ ক্রস" বলে একটা শব্দবন্ধ  ব্যবহার করতেন। শব্দটা খুবই পছন্দ হয়েছিল তাঁর। তাই এটাকেই প্রোফাইল নেম হিসেবে রেখেছিলেন।
              পাড়ার কালীপুজো উপলক্ষে লোটারিতে জেতা এনালগ ফ্লিম ক্যামেরা ছিল বটে, কিন্তু তাতে মানুষ বাদে নেচার বা অন্যকিছুর ছবি তোলা ছিল মানা। তবুও তুলতেন। কিন্তু ওঁর তোলা সেইসব ছবি ধোয়ানো হতো না। নোকিয়ার ৭২১০ দেড় মেগা পিক্সেল দিয়েই মূল কাজ শুরু, তারপর একটা সাইবার শট, একটা পয়েন্ট এন্ড শুট হাতে আসে। বর্তমানে হাতে এসেছে নিকন-এর ডি ৭২০০ ক্যামেরা।
             ছোট-খাটো কিছু এচিভমেন্ট অবশ্যই রয়েছে।  তবে ওঁর বক্তব্য, "আমাদের সমাজ ব্যবস্থায় সংসার আর পেশার চাপে অনেকেরই নেশাটা মরেই যাই। এই পরিস্থিতিতেও যে আমার ফোটোগ্রাফির নেশাটাকে বাঁচিয়ে রেখে চলেছি এটাই আমার বড়ো সফলতা।"


সম্পাদক, উত্তম মাহাত




























আলোকচিত্র শিল্পী শুভাশিস গুহ নিয়োগী মহাশয়ের কাছে আমরা কৃতজ্ঞ। ওঁর ছবি প্রদর্শ-শালা দেখুন এখানে।




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। নাচনী শিল্পীদের আলোক-চিত্র ।। সন্দীপ কুমার