ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্দীপ কুমার
সন্দীপ কুমার। আমাদের বন্ধু।
আলোকচিত্র শিল্পী। একজন কবি। তিনি কলম দিয়ে যেমন লেখেন
তেমনই ক্যামেরাও তাঁর কলম।
ক্যামেরা ও কলমে তিনি শাদাকালো
রহস্য সৃষ্টি করেন।
তাঁর রহস্যের ভুবন তিন ভুবনের তিন কোণে। মাকড়সা জাল বুনলেও সেই সমস্ত কোণে কলমের আঁচড়। ক্যামেরার চোখ।
সন্দীপ কুমার আমাদের বন্ধু।
তাঁর ক্যামেরা ও কলম থেকে
আমরা শিল্পের শুশ্রূষা পাই। তাঁর
নিশান উড়ছে। উড়বেই।
অসাধারণ সব ছবি।
উত্তরমুছুনঅসাধারন একটি সিরিজ..
উত্তরমুছুনখুব সুন্দর ছবি
উত্তরমুছুনচমৎকার!
উত্তরমুছুনভীষণ সুন্দর
উত্তরমুছুনখুব সুন্দর একটা সিরিজ - মাটি-গাছ-মানুষ-আকাশের সঙ্গে বাঁচা এক মানুষের দিনযাপন... ভাল লাগল
উত্তরমুছুনভাল লাগল।
উত্তরমুছুনদারুনএক্সপেরিমেন্ট
উত্তরমুছুন