তৃতীয় বর্ষ ।। একবিংশতি ওয়েব সংস্করণ ।। ১৫ মাঘ ১৪২৯ ।। ৩০ জানুয়ারি ২০২৩
মানুষ যখন নিজের পায়ে নিজে কুড়ুল মারতে শুরু করেন তখনই প্রাইভেটাইজেশন শুরু হয়। মোদ্দা কথা হল প্রাইভেটাইজেশন শুরু হওয়ার পিছনে মূল দায়ী আমরাই। আমি সরকারি কর্মচারী। উচ্চমানের বেতন গ্রহণ করি প্রতি মাসে। অথচ যে কাজ করার কথা সেই কাজ করি না। বরং উল্টোটা করতে করতে এগিয়ে চলি। আট ঘন্টা ডিউটি করার পরিবর্তে তিন চার ঘন্টা করে পালিয়ে যাওয়ার প্রবণতা তৈরি করি গোড়া থেকেই। সেই প্রবণতা ক্ষুন্ন হওয়ার আশঙ্কা থাকলে তাকে বলবৎ করতে নানা পন্থা অবলম্বন করি। সেটা রাজনৈতিক বা নারকীয়ও হতে পারে। আমি শিক্ষক। দেরিতে স্কুলে এসে খানিক মোবাইল চালিয়ে ছেলেদের মিড ডে মিল খাইয়ে চেষ্টা করি আড়াইটা নাগাদ স্কুল থেকে বেরিয়ে যেতে। এর পিছনে আমার নানা হিসেব, গুন ভাগ যোগ থাকলেও ছেলেরা তা কখনোই শিখতে পারে না। পারে না রিডিং পড়তেও। স্কুলের উন্নয়নে কোনো স্কিম এলে তার থেকেও সামান্য রোজগার করে নেওয়ার সুযোগকে হাতছাড়া করি না কখনো। তার জন্য খারাপ গুণসম্পন্ন উপকরণ লাগাতে হলেও লাগিয়ে দিই। আমি রেলে চাকরি করি। ডিউটিতে গিয়ে মদ খেয়ে পড়ে থাকি রেল লাইনের ধারে। ...