ছবি প্রদর্শ-শালা ।। চিত্রশিল্প ।। সঞ্জয় ব্যানার্জি










































সুবিখ্যাত চিত্রশিল্পী সঞ্জয় ব্যানার্জীর জন্ম ১৯৬৬ সালের ২ রা নভেম্বর। তাঁর জন্মভূমি রেলনগরী চিত্তরঞ্জন এবং কর্মভূমি তিলোত্তমা কলকাতা শহর।

চিত্রশিল্পীর আশৈশব কেটেছে বাংলা ও তদানীন্তন বিহার, বর্তমানের ঝাড়খণ্ডের সীমানা শহর চিত্তরঞ্জনে। ফলে তাঁর চিত্রশিল্পে সেখানকার উপত্যকার ছবি বারে বারে উঠে আসে। উঠে আসে সেখানের পাথর প্রান্তর। তবে, সেইসব ছবি কিছুটা বিমূর্ত ভাবে উঠে আসে তাঁর তুলির টানে। জলরঙে আঁকা সেইসব চিত্রশিল্পে কেমন যেন মায়া জড়ানো থাকে। দেখতে ইচ্ছে করে বার বার। রঙের চোরাগলিতে হারিয়ে যান দর্শক।

তিনি একাডেমিক শিক্ষা গ্রহণের পর Birla academy of fine Arts, Kolkata.
থেকে কলা-বিদ্যা শিক্ষা অর্জন করেন।

এই চিত্রশিল্পী ৮০ টিরও বেশি চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন এবং নিউ দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, জামশেদপুর এবং গোয়া মিলিয়ে আটটি একক চিত্র প্রদর্শনী করেছেন। এছাড়া COG INDIA ART FOUNDATION . KOLKATA.- র উদ্যোগেও আরও একটি চিত্র প্রদর্শনী করেছেন তিনি।

ছয়টি জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন চিত্রশিল্পী।
১/ National Award from Academy of Fine Arts,Kolkata, Indra Dugar Best Water Colour Award (2011).
২/ State Award, West Bengal Rajya Charukala, Govt. of West Bengal in (2001).
৩/ Indian Society of Oriental Art, Kolkata in (1996).
৪/ Certificate of Excellence ,101 Miniature, Kolkata (2014).
৫/ ‘Prayas’ National Award , Chemould, Kolkata (2017).
৬/ Finext Awards And International Exhibition of Mini Art Works, (2019).

এছাড়া জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিভিন্ন কর্মশালাতেও আমন্ত্রণ পেয়েছেন চিত্রশিল্পী সঞ্জয় ব্যানার্জি। যাদের মধ্যে উল্লেখযোগ্য গুলি হল-
১/ কেরালা সরকার দ্বারা পরিচালিত ২০১৯ সালে কুমারক্কমে অনুষ্ঠিত হওয়া কেরালা জাতীয় জলরং কর্মশালা।
২/ ২০১৬ সালে ঝাড়খন্ড সরকার দ্বারা পরিচালিত "কলা সামান্য ১৬", দেওঘর, ঝাড়খন্ড।
৩/ জামশেদপুরের "অফ দ্য ওয়াল" কলা প্রদর্শ-শালা দ্বারা পরিচালিত হওয়া "আন্তর্জাতিক কলা কর্মশালা"তে ২০১৪-২০২০ এবং পরবর্তী সময়ে অংশগ্রহণ করেছেন।

তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন-
মোঃ - 9434311507,  8240192724
ইমেইল - sanjoyvalley@gmail.com








মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪