ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। পলাশ রঞ্জন ঘোষ
পরিচিতি
সুবিখ্যাত আলোকচিত্রী পলাশ রঞ্জন ঘোষের জন্ম ১৯৭২ সালে পুরুলিয়া সদর শহরে। পড়াশোনা করেন ঋষি অরবিন্দ ও পুরুলিয়া জেলা স্কুল থেকে। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি অটুট নেশা। পরবর্তীতে পুরুলিয়া জে.কে.কলেজ থেকে জীব বিজ্ঞান নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
তিনি যখন এগারো ক্লাসে, তাঁর বাবা এক অপার সম্ভাবনা নিয়ে নিজহাতে তাঁর কাঁধে তুলে দেন ক্যামেরা ( Zenith 12 xp , সেট ছিল SLR অ্যানালগ ক্যামেরা)। তাতে ফিল্ম রোল ভরে ছবি তুলতে হতো। অবশ্য সেসময় প্রায় সব ক্যামেরাই ছিল এ রকমই। ডিজিটাল ক্যামেরার চল খুব একটা হয়ে ওঠেনি। সেই ক্যামেরা নিয়ে তিনি তাঁর বাবার সঙ্গে সোজা চলে যান প্রথম ফটোগ্রাফির শিক্ষাগুরু, বিখ্যাত ফটোগ্রাফার শ্রদ্ধেয় সুবধ মুখার্জী মহাশয়ের কাছে। তিনিই বেসিক কিছু সেটিংস বুঝিয়ে দেন তাঁকে।
একটি রোল ভরে দিয়ে তিনি বলেন "ছবি তুলে নিয়ে এক সপ্তাহ পর দেখা কর"।
এভাবেই শুরু হয় পথ চলা। পরবর্তী কালে পুরুলিয়ার কয়েকজন বিখ্যাত ফটোগ্রাফারের সান্নিধ্য পান তিনি। তাঁদের মুল্যবান পরামর্শে ক্রমশ নিজের দক্ষতাকে উন্নিত করার চেষ্টা করেন। পেশায় স্কুল শিক্ষক এই আলোকচিত্র শিল্পী অবসর সময় পেলেই নিজের বাইক আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন দূর দূরান্তের বিভিন্ন গ্রামের উদ্দেশ্যে। লক্ষ্য একটাই, গ্রাম্য জীবন ও গ্ৰাম্য পরিবেশকে ক্যামেরা বন্দী করা।
এই পথ চলার মাঝেই তিনি ২০১৬ সালে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ পুরস্কার পান। ২০১৯ সালে গুজরাত ললিত কলা অ্যাকাদেমির বিশেষ পুরস্কার লাভ করেন। এছাড়াও তাঁর ঝুলিতে আছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ৭ টি পুরস্কার ও ১৮০ টি অ্যাক্সেপটেন্স।
অরন্ধনের এই সংস্করণে তাঁর সেই গ্ৰাম্য জীবন এবং গ্ৰাম্য পরিবেশেরই বেশ কিছু ছবি তুলে ধরা হলো। মহানবমীর শুভক্ষণে তাঁর সেইসব ছবি আপনাদের আনন্দ দান করতে সক্ষম হবে এই বিশ্বাস আমার।
উত্তম মাহাত, সম্পাদক
খুব সুন্দর ।
উত্তরমুছুনKhub khub Sundar
উত্তরমুছুনঅনেক অনেক অজানা ছবি ও ছবি ওয়ালার ব্যাপারে জানতে পেরে খুব ভালো লাগছে..
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুন