ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। দেবাশিস চন্দ



























আলোকচিত্রী

বহমান সময় নিজস্ব চিহ্ন রেখে যায় কবির বাচনে। 'দেবাশিস ব্যক্তিগত অনুভবের দর্পণে ঘাতক সময়ের স্পর্ধিত উপস্থিতি প্রত্যক্ষ করেছেন'—তাঁর কবিতা সম্পর্কে এই মন্তব্য করে কবি ও সাহিত্য তাত্ত্বিক তপোধীর ভট্টাচার্যের সংযোজন, ‘‌লক্ষ করি গূঢ় সময় কীভাবে শব্দের ‌ভিত্তি খুঁড়ে খুঁড়ে গড়ে তোলে‌ স্বর ও অন্তঃস্বরের সুড়ঙ্গ-লালিত নিহিত সম্পর্ক।’‌ তিনি দেবাশিস চন্দ। নিজেকে বলেন শব্দশ্রমিক। শব্দ নিয়ে কবিতার সমান্তরালে শিল্পকলার আলো-আঁধারিতে তাঁর যাতায়াত। 
          ক্যামেরায় চোখ রাখা তাঁর আরেক প্যাশন। পশ্চিমবাংলার শিল্পীদের কবিতা-ছবির সংগ্রহ, নীরদ মজুমদার, প্রকাশ কর্মকারকে নিয়ে লেখা তাঁর বই উচ্চ প্রশংসিত। বিশিষ্ট শিল্পী যোগেন চৌধুরী সম্পাদিত শিল্পকলা সাময়িকী ‘‌আর্টইস্ট’-এর সম্পাদকীয় বোর্ডের সদস্য তিনি। কলকাতা, দিল্লি, হংকংয়ে কিউরেট করেছেন ছবি-ভাস্কর্যের প্রদর্শনী।
          তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৮। তার মধ্যে কবিতার বই ১১টি। শিল্পকলা নিয়ে লিখেছেন ৪টি বই। পেয়েছেন সোপান সাহিত্য পুরস্কার। ‌বইতরণী সম্মাননায় সম্মানিত কবি, শিল্পকলা-গবেষককে সমগ্র সাহিত্যকৃতির জন্য জানানো হয়েছে আলোপৃথিবী স্মারক সম্মাননা। আরাত্রিক সাহিত্যপত্র বিশেষ সম্মান এবং চারণকবি বৈদ্যনাথ সাহিত্য পুরস্কারে সম্মানিত লেখক সম্পাদনা করেছেন লিটল ম্যাগাজিন ‘অনীশ্বর’। ‌রবীন্দ্রসঙ্গীত তাঁর প্রাণের আরাম। শব্দশ্রমিকের শখ শিল্পকলা সংগ্রহ, বিশেষ করে লোকশিল্পীদের তৈরি ঘোড়া।
          এই ছবিগুলিতে কবি-আলোকচিত্রী দেখাতে চেয়েছেন তথাকথিত আগ্ৰাসী উন্নয়নের বলি হচ্ছে প্রকৃতি। ইট-কাঠ-রড-সিমেন্টের নাগপাশে হাঁসফাঁস করছে প্রকৃতি। কিন্তু সেটাই শেষ কথা নয়, প্রকৃতি জানে এই বন্দিদশা থেকে কীভাবে বেরিয়ে আসতে হয়। তাই মাঠে ময়দানে হেসে ওঠে কাশফুল। বাজে উৎসবের বাদ্যি। এইভাবে বারবার প্রকৃতির জয় ঘোষিত হয়। 
           অরন্ধনের এই সংস্করণে তাঁর মতো একজন বিশিষ্ট কবি-আলোকচিত্রীর আলোকচিত্র আপনাদের সামনে তুলে ধরতে পেরে গর্বিত ও সম্মানিত আমরা।
 

উত্তম মাহাত, সম্পাদক 




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪