ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সাম্যব্রত ঘোষ
সোনারপুরের বাসিন্দা আলোকচিত্রী সাম্যব্রত ঘোষ ২৪ ছুঁই ছুঁই। তিনি বর্তমানে ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক। তিনি speedcubing করেন, যা হল কে কত কম সময়ের মধ্যে রুবিক্স কিউব মেলাতে পারেন তার প্রতিযোগিতা। এছাড়াও ফ্রি স্টাইল নানচাকু প্র্যাকটিস করেন। এটা কোনো মার্শাল আর্টের ফর্ম না হলেও, একটা হাতিয়ার অবশ্যই।
পাহাড় ভালো লাগে তাঁর। মাঝে মাঝেই ছুটে যান বিভিন্ন পাহাড়ে পর্বতে। একজন অ্যাথলিট হিসেবে দৌড়াতেও পারেন বেশ।
কোরোনা পিরিয়ডে সময়-কাটানোর একটা ভালো উপায় হিসেবে টুকটাক ছবি তোলা শুরু। তারপর সেই নেশা থেকে গিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করা এই আলোকচিত্রীর আলোকচিত্র অবাক করে অনেককেই। আজ তারই কিছু আলোকচিত্র অরন্ধনের পাঠকদের জন্য তুলে দেওয়া হল। আশা করি তাঁর এইসব আলোকচিত্র মনে ধরবে সকলের।
উত্তম মাহাত, সম্পাদক
ছবিগুলি অনন্য 😊😊
উত্তরমুছুন