শিশির আজমের কবিতা
শিশির আজমের কবিতা
১.
ইভের আপেল
আপেলটা তো আমি খেতেই চেয়েছিলাম আমি ভাবলাম
ইভ যদি আমাকে অনুরোধ নাও করতো
তবু আমি আপেল খেতাম
হ্যা আমি দ্বিধান্বিত ছিলাম
শঙ্কা
অস্থিরতা
কিন্তু ইভ আমাকে কতটা ভালবাসে আমি জানতাম
আর বাগানে কত কত ফল
আর একটাই আপেলগাছ
হ্যা আমি চেয়েছিলাম
আপেল
নিজ হাতে গাছ থেকে পেড়ে ইভ আমাকে খেতে দিক
২.
রাত দুটোর খবর
কফি আমার পছন্দ।
আনা পাবলোভা গত রাত দুটোয় আমাকে
কফি খেতে দিয়েছেন-
উদয়শঙ্কর জানেন না!
৩.
কালো গরু
কালো গরু
শীর্ণ তারাগুলোকে চিবিয়ে খাচ্ছে
শূককীটগুলো তার আশ্রয়
ভাল নেই মন্দ নেই
জলের কথায় মিশরীয় গুহা
মোমবাতি পোড়ে তো পোড়েই
আর ভুলে যাওয়া মন
হঠাৎ যখন
তারা ফেরান অবিস্ফারিত জলের দিকে
তিনি নেই
ফিরে যাও জলের পাহাড়
ফুল কই
আর ভোর অব্দি উপোস কাটানো
বিষাক্ত জলপোকা
উড়– উড়– পাথরের একটা দিন
শত শত দিনের অনিচ্ছা
বয়ে বেড়ায়
তিনি উড়ে বেড়ান
হস্তশিল্প
নেশা
৪.
মাটির নিচের বিষ্ময়কর রেখাচিত্র
ঘাসের নিচে সাপ
ঘাস আর সাপ
কুয়াশা আর সূর্যের খামখেয়ালিতে ভরা
শিউলিগন্ধের বৃষ্টির ভিতর জ্বলজ্বল করছে কুকুর
ঘুমের দেয়ালে সরীসৃপের ক্রমবর্ধমান স্নেহবোধ
এখানে এই বরফের গাছের নিচে কেন আমরা বসে আছি
এখানে বাতাসের কি যেন নাম ছিল
কি তার ভ্রামণিক গানিতিক ভর
এই বিড়ালটার লেজ কোথায় গেল কেউ দেখেছো
টেবিলে নিচে গ্লাস-ওল্টানো জল
আমার মাথা ঘুরে গিয়ে এখন সম্পূর্ন উল্টো
আমি না পৃথিবী না বদরক্তমাখা ইশতেহার
কাগজে কালো কালো দাগগুলো বাতাসের দীঘি
বলতে গেলে আমার মাথা
এখন বাতাসেই ডুবে আছে
৩২ ফোঁটা শিশিরের মাঝখানে
জন্তু আর এই জাদুপ্রজাপতির রাস্তা
একই
ট্রেনের কুয়াশা
আমার শ্বাস
৫.
আরজ আলী মাতুব্বরের পোড়ো ভিটে
নিষ্পাপ পাথরগুলো পৃথিবীতে কয়েকবার এসেছে
ঈশ্বরের সাজানো আসবাবপত্র ও পোষা জীবের বিপর্জয় রোধে
সত্যি আমাদের কিই বা করার ছিল
অফিসের অন্তহীন কেরানিগুলো স্বচ্ছন্দে যাওয়া-আসা করে নাড়িভুড়িহীন জন্তুর পেটে
রাস্তার টিউকলে ছোট ছোট গর্জন যেন কেচ্ছা-কৌতুক
এরই মাঝে তুচ্ছ ও বেনামী ভালোবাসা অপরাধে প্রলুব্ধ
পাথরের পেটও চেরা হয়েছিল
একটা নিশ্বাস পর্যন্ত পাওয়া যায়নি
হাজার হাজার ঘোড়া নিহত হয়েছিল
এমন যে পাথরের ডানা
সেগুলো কেটে ফেলার পরও
পৃথিবী সোজা পথে চলছে না
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শিশির আজম
জন্ম : ২৭ অক্টোবর, ১৯৭৮
জন্মস্থান, বর্তমান ও স্থায়ী ঠিকানা :
এলাংগী, কোটচাঁদপুর
ঝিনাইদহ -৭৩৩০
বাংলাদেশ
মুঠোফোন ও হোয়াটসআপ নম্বর : ০১৭১৭৩৮৭৯০৭
mail : shishir01978@gmail.com
কাব্যগ্রন্থসমূহ :
ছাই (২০০৫)
দেয়ালে লেখা কবিতা (২০০৮)
রাস্তার জোনাকি (২০১৩)
ইবলিস (২০১৭)
চুপ (২০১৭)
মারাঠা মুনমুন আগরবাতি (২০১৮)
মাতাহারি (২০২০)
টি পোয়েট্রি (২০২০)
সরকারি কবিতা (২০২১)
হংকঙের মেয়েরা (২০২২)
আগুন (২০২৪)
বিষ (২০২৪)
সম্পাদিত ছোটকাগজ : শিকড় (৫ টি সংখ্যা প্রকাশিত)
সম্পাদিত কবিতার ভাঁজকাগজ : বাংলা (৩ টি সংখ্যা প্রকাশিত)
বাংলা কবিতায় Tea Poetry Movement এর উশকানিদাতা।
ঘুমের মহা ঔষধ রোজ খেয়ে ঘুমিয়ে যায় ছটফট করতে করতে কেনো যে পৃথিবী সোজা পথে চলছে না
উত্তরমুছুনঅসহায় প্রবাসির ঔষধ কবিতা