ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। অনন্ত মাহাত


১ চৈত্র ১৪২৭ / ১৫ মার্চ ২০২১
______________________________


আলোকচিত্র শিল্পী অনন্ত মাহাত ১৯৯০ সালের ৫ জুন পুরুলিয়া জেলার ভি.নগরের অন্তর্গত বোঙ্গাবাড়ীতে এক খুবই সাধারণ পরিবারে জন্মগ্ৰহণ করেন। ছোটো বেলা থেকেই আলোকচিত্রের প্রতি অগাধ ভালোবাসা শেষ পর্যন্ত নেশায় পরিনত হয়। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং পুরুলিয়ার সংস্কৃতির প্রতি তাঁর টান সৃষ্টি করে অনবদ্য সব ছবি। তাঁর চিত্র চয়ন এবং সীমানা নির্বাচনে আরো বেশি করে সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে সাধারণ ছবিও।
        পুরুলিয়ার ছৌ নাচ, ঝুমুর নাচ, টুসু, ভাদু, জাওয়া, করম প্রভৃতি সাংস্কৃতিক বিষয়ে তাঁর টান অতুলনীয়। এইসব বিষয়ের উপর উনার আলোকচিত্রাবলী সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। এছাড়াও নাটকের উপর বিশেষ জ্ঞান রয়েছে এই আলোকচিত্র শিল্পীর। গ্ৰামের মেয়েদের দ্বারা অভিনীত নাটক মঞ্চস্থ করিয়ে থাকেন বিভিন্ন সময়ে। "দিদি মাঞ এর লাতি টাই," "ঝাড়ফুঁক," আতুড়ঘর" প্রভৃতি নাটক মঞ্চস্থ করিয়ে সকলের মন জয় করতে সক্ষম হয়েছেন তিনি। আজ সেই আলোকচিত্র শিল্পীর আলোকচিত্র সকলের সামনে তুলে ধরার সুযোগ পেলাম আমরা।


উত্তম মাহাত, সম্পাদক



সম্পাদক : উত্তম মাহাত
সহায়তা : অনিকেতের বন্ধুরা
যোগাযোগ : হোয়াটসঅ্যাপ - ৯৯৩২৫০৫৭৮০
ইমেইল - uttamklp@gmail.com

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪