ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সৌভিক চৌধুরী

২৯ চৈত্র ১৪২৭ / ১২ এপ্রিল ২০২১
_______________________________



সৌভিক চৌধুরী, পশ্চিম বাংলার সুন্দরী পুরুলিয়ার বাসিন্দা। আলোকচিত্রের প্রতি আকর্ষণ অনুভব করেন খুব কম বয়সেই। ওনার বাবা ওনার জন্য একটা ক্যামেরা এনে দিলে মাত্র পাঁচ বছর বয়সেই শুরু হয় আলোকচিত্রের যাত্রা। তারপর আর থেমে থাকেননি। সব সময় সৃষ্টিশীল জীবন যাপন করতে চাওয়া এই শিল্পীর কাজের পরিধি বৃদ্ধি পায় দিনের পর দিন।
            ক্ষুদ্র শহর পুরুলিয়াতে জন্ম এবং বেড়ে ওঠা। তারপর ছড়িয়ে পড়া নানা দিকে।
             কিছুকাল আগে পর্যন্তও শিল্পের পর্যায়ে ফেলা হতো না আলোকচিত্রকে। বর্তমানে অন্যান্য ধারার মতো শিল্পের পর্যায়ে ফেলা হয় এই ধারাকেও।ফলে চাহিদার সাথে সাথে বাড়তে থাকে সম্মানও। নতুন নতুন মুখ দেখা যায় এই ধারাতে।
              এই শিল্পীর মূল লক্ষ্য ছিল জীবনের নানান মেজাজ এবং মুহূর্তকে তুলে ধরা। তিনি নিজ এলাকার সাধারণ মানুষের নানা অবস্থাকে তুলে ধরতে চেয়েছেন যা চিনিয়ে দেয় তাদের বাস্তবতা। তিনি তাদের শিল্প সংস্কৃতি, ধরণ ধারণ এবং অন্যান্য বিষয়কে স্পষ্ট করে দেখাতে চেয়েছেন।
              সদ্য সদ্য তিনি নিকন ইন্ডিয়া ২০২১ পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১৮ সালে পশ্চিম বাংলা ভ্রমণ ফোটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। ঐ একই বছরে দিল্লি ওয়েডিং ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছেন। এছাড়াও ছোটো বড়ো আরও নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। 
                গত ছয় বছর ধরে পেশাগতভাবে বিয়ে বাড়ির আলোকচিত্রকেই অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন তিনি।


উত্তম মাহাত, সম্পাদক






































































শুভাশিস গুহ নিয়োগী মহাশয়ের কাছে আমরা কৃতজ্ঞ। ওনার ছবি প্রদর্শ-শালা দেখতে স্পর্শ করুন এখানে।














সম্পাদক : উত্তম মাহাত
সহায়তা : অনিকেতের বন্ধুরা
যোগাযোগ : হোয়াটসঅ্যাপ - ৯৯৩২৫০৫৭৮০
ইমেইল - uttamklp@gmail.com




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্তোষ রাজগড়িয়া

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

পঞ্চম বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ১৫ আশ্বিন ১৪৩১ ।। ০২ অক্টোবর ২০২৪