ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। বিনয় রুংটা

১৯৭৮ সালের ৭ এপ্রিল রূপকথার রাজকন্যার মতো সুন্দরী পুরুলিয়ার ঝালদাতে জন্মগ্রহণ করেন প্রখ্যাত আলোকচিত্র শিল্পী বিনয় রুংটা। পশ্চিম বঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন গণিতে অনার্স সহ গ্ৰ্যাজুয়েশন শেষ করেন তিনি। তারপর বীমা উপদেষ্টার কাজে নিযুক্ত হন।
             সম্পূর্ণ অপেশাদার ও স্বশিক্ষিত আলোকচিত্র শিল্পী বিনয় প্রাকৃতিক দৃশ্যাবলী, বিশেষ করে ভূ-প্রকৃতির ছবি নিজের ক্যামেরায় ধরে রাখেন বিশেষ দক্ষতার সঙ্গে।
              তাঁর তোলা এক একটা ছবি তাঁর জন্ম-শহর ঝালদার চারপাশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের জলজ্যান্ত উদাহরণ। তিনি প্রকৃতিকে রক্ষার জন্য সাধারণ মানুষকে সচেতন করে তোলার ব্যাপারে সবসময় সচেষ্ট থাকেন। এবং তার প্রতিফলন দেখা যায় তাঁর তোলা সুন্দর সুন্দর ছবিতে। অযথা প্রাকৃতিক সম্পদ ব্যবহারের বিষয়ে মানুষকে সাবধান করে তুলতে না পারলে আমাদের সুন্দরী ভূ-প্রকৃতি খুব বেশিদিন সুন্দরী থাকবে না তা অন্তর থেকে অনুভব করেছেন তিনি। তাই প্রাকৃতিক দৃশ্যাবলীগুলো এমনভাবে ধরা দেয় তাঁর ক্যামেরায় যা দেখলে চোখ সরানো যায় না।
               ২০০৩ সালে আলোকচিত্র জগতে পা রাখেন তিনি। তাঁর এই কাজে অনুপ্রেরণা জোগায় প্রকৃতি। তাই তিনি প্রকৃতির সান্নিধ্যে থাকতেই বেশি ভালোবাসেন।
               বিভিন্ন আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছেন। প্রথম সারির বিভিন্ন পত্র পত্রিকাতেও অসংখ্য ছবি প্রকাশিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাঁর মতে আলোকচিত্রশিল্পে যোগদান করার আগে আলোকচিত্র বিষয়ে যে সকল বই রয়েছে সেগুলো পড়া এবং বিখ্যাতদের আলোকচিত্র নিখুঁতভাবে দেখার অভ্যাস গড়ে তোলা আবশ্যক যাতে নিজের ভিতটা মজবুত করে তোলা সম্ভব হয়। শুধু তাই নয়, আলো ফোকাশ এবং ফ্রেমিং সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকাও অতি আবশ্যক।



উত্তম মাহাত, সম্পাদক 
















































এই সংস্করণের আলোকচিত্র সংগ্ৰহে সাহায্য করেছেন আলোকচিত্রী শুভাশিস গুহ নিয়োগী মহাশয়। ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। ওনার তোলা বেশ কিছু সুন্দর আলোকচিত্র দেখুন এখানে।



মন্তব্যসমূহ

  1. অসাধারণ। শিল্পীর প্রকৃতিপ্রেম এবং নৈপুণ্য অনবদ্য। মন হারানো ছবি সব!!!!

    উত্তরমুছুন
  2. আমি বিনয়দার অনেক বড়ো একজন ফ্যান। আমি প্রত্যেক টা দিন উনার ছবির অপেক্ষায় বসে থাকি ,প্রকৃতিকে আরও নতুনভাবে চিনতে থাকি উনার সুন্দর সুন্দর ছবির মাধ্যমে।

    উত্তরমুছুন
  3. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    উত্তরমুছুন
  4. দাদার ছবি মানেই প্রকৃতি আর ভালোবাসা ..❤️

    উত্তরমুছুন
  5. Really it's a remarkable Eye to view a subject in another way... Really appreciating work...❤️❤️

    উত্তরমুছুন
  6. আমি বিনয়ের ভক্ত। যে ছবিই দেখি চোখ সরাতে পারি না।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। নাচনী শিল্পীদের আলোক-চিত্র ।। সন্দীপ কুমার