ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। অজয় মাহাত























































আলোকচিত্রী

১৯৯২ সালের ৬ ডিসেম্বর পুরুলিয়া জেলার কাশিপুর থানার অন্তর্গত রামবনী গ্রামে একটি চাষি পরিবারে জন্ম আলোকচিত্র শিল্পী অজয় মাহাত-র। পিতা সুনীল কুমার মাহাত। মাতা শিবানী মাহাত। 
          তাঁর ছবি তোলা শুরু কলেজ জীবনে। বন্ধু দেবমাল্য মাহাত-র তোলা একটা ছবি দেখে প্রথম ছবি তোলার জন্য অনুপ্রাণিত হয়ে ওঠেন তিনি। পরবর্তীকালে কবি নির্মল হালদারের সান্নিধ্য লাভ ও বার বার বিখ্যাত আলোকচিত্র শিল্পী সন্তোষ রাজগড়িয়া মহাশয়ের ছবির মুখোমুখি হওয়া ছবি তোলার ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে তাঁকে। তিনি গ্রামের ছেলে, গ্রাম্য জীবনের প্রতি খুবই আকর্ষণ অনুভব করেন সে কারণেই। তাই তাঁর ছবিতেও গ্ৰাম-জীবনের নানা ছবির সমারোহ চোখে পড়ে। এই সিরিজে তাঁর প্রথম দিকের তোলা কিছু সেই ধরণেরই ছবি দেওয়া হলো। আশা করি অরন্ধনের বন্ধুদের মনে জায়গা করে নিতে সক্ষম হবে ছবিগুলো।


উত্তম মাহাত, সম্পাদক 






মন্তব্যসমূহ

  1. খুবই প্রাণবন্ত চিত্রাবলী _ মন ভরে গেল _ শিল্পী কে আন্তরিক শুভেচ্ছা❤️💐

    উত্তরমুছুন
  2. ফটোগ্রাফার সন্দীপ কুমার দাদা নিজে ও ওনার ছবিও যথেষ্ট সাহায্য করেছে অজয়কে নিজের বোধ তৈরি করার ক্ষেত্রে। শুভেচ্ছা জানাই অজয় ও অরন্ধনের সম্পাদক উত্তমদাকে এরকম কাজের জন্য।

    উত্তরমুছুন
  3. সুন্দর হয়েছে সব গুলো...

    উত্তরমুছুন
  4. আলোকচিত্রী হিসাবে অজয়-এর ধৈর্য অপরিসীম, আর তারই ফল এই প্রানবন্ত ছবি😍
    আজয় অনেক এগিয়ে, কোন সন্দেহর অবকাশ নেই।

    উত্তরমুছুন
  5. চিত্রগ্রাহক অনেক দূরদর্শী। বহুদূর যাবে ।

    উত্তরমুছুন
  6. ওহ্ প্রতিটাই দারুন।

    উত্তরমুছুন
  7. অসাধারণ সব চিত্রলিপি। গ্রাম জীবনের প্রকৃতির বৈচিত্র্যময়তা মুগ্ধ করলো।

    উত্তরমুছুন
  8. প্রত্যেকটি ছবিই অসাধারণ। শুভেচ্ছা রইল শিল্পীর প্রতি।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। মুকেশ কুমার মাহাত

ছবি প্রদর্শ-শালা ।। নাচনী শিল্পীদের আলোক-চিত্র ।। সন্দীপ কুমার