দ্বিতীয় বর্ষ ।। ত্রয়োবিংশতি ওয়েব সংস্করণ ।। ১৫ ফাল্গুন ১৪২৮ ।। ২৮ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনে রাশিয়ার সৈন্য প্রবেশের পর অন্তত পক্ষে ৬৪ জন নাগরিক নিহত হয়েছে। এবং ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষ বিপর্যয়ের মুখে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা। মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছে বলেও জানিয়েছে তারা। ২৬ ফেব্রুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত, জাতিসংঘের মানবাধিকার বিভাগ ওএইচসিএইচআর কমপক্ষে ২৪০ জন নাগরিকের হতাহতের খবর দিয়েছে, যার মধ্যে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় বিভাগের একটি পরিসংখ্যান প্রতিবেদন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত পরিসংখ্যান ‘যথেষ্ট বেশি’ হতে পারে। তারপর শুরু হয়েছে সাইবার এটাক। ইউক্রেনের সমস্ত সরকারি ওয়েবসাইট, ব্যাঙ্ক ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। যাতে তারা চাপের মুখে পড়ে রণভূমি ছেড়ে দিতে বাধ্য হয়। এই উদ্বেগজনক পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষ কতটা অমানবিক হয়ে উঠেছে। বিশেষ করে যে সময় সারা বিশ্বের মানুষ কোরোনা মহামারীতে বিধ্বস্ত, সামাজিক, অর্থনৈতিক শিক্ষা, স্বাস্থ সমস্ত দিক থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক সেই সময় এমন একটা পরিস্থিতি কি কাম্য ছিল? ...