তৃতীয় বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ৮ জৈষ্ঠ্য ১৪২৯ ।। ২৩ মে ২০২২
ইন্টারনেট আমাদের প্রাত্যহিক জীবনের এক গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেটের মাধ্যমেই আমরা প্রতিদিন নানাবিধ ক্রিয়াকর্ম করে থাকি। ইন্টারনেট ব্যতীত এক মুহূর্তও চলার কথা ভাবতে পারি না বর্তমান সময়ে। কি শহরাঞ্চল কি গ্রামাঞ্চল, ইন্টারনেট আমাদের জীবনের এক অতি আবশ্যক বিষয়। তাই সুষ্ঠু ইন্টারনেট পরিষেবা সকলেরই কাম্য। কিন্তু দিনের পর দিন ইন্টারনেট পরিষেবা প্রদানের মূল্যবৃদ্ধি ঘটলেও পরিষেবার মান বৃদ্ধি করছে না সেলুলার কোম্পানিগুলো। কি এয়ারটেল কি জিও কি অন্যান্য কোম্পানি, সকলেরই দশা প্রায় একই। অ্যাডভার্টাইজমেন্টের সময় বড় বড় কথা বললেও বাস্তবে দেখা যায় একটু প্রত্যন্ত অঞ্চলে গেলেই ইউটিউব, ব্লগ প্রভৃতি কোনো কিছুই কাজ করে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। কোনো সাইটে ঢুকে কাজ করা যায় না ঠিকঠাক। কোনো কোনো সাইটের আবার লিঙ্ক পাওয়া যায় না। কিন্তু সেইসব খামতি দূর করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে না কোম্পানিগুলো। গ্রাহক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সম গুণমানের পরিষেবা বজায় রাখার জন্য যে উন্নত পরিকাঠামো গড়ে তোলা দরকার সেই উদ্যোগ নেয় না তারা। এমনকি এই পরিষেবা যাতে সুষ্ঠুভা...